ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২০ স্বর্ণের বারসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বেনাপোলে ২০ স্বর্ণের বারসহ যুবক আটক বেনাপোলে ২০ স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল (যশোর): ভারতে পাচারকালে বেনাপোল সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ টিটু বিশ্বাস (৩৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের গাতিপাড়া সড়ক থেকে ২১ ব্যাটালিয়নের দৌলতপুর  ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

টিটু বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামের আলাউদ্দীন বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, ভারতে স্বর্ণের একটি চালান পাচারের জন্য সীমান্তের দিকে নেওয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি গাতিপাড়া সড়কে অভিযান চালায়। এসময় টিটু বিশ্বাসের শরীর তল্লাশি করে ২০টি স্বর্ণের বারসহ তাকে আটক করে।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, টিটুকে পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এজেডএইচ/এনটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।