ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় বিষখালী নদী থেকে অবৈধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বরগুনায় বিষখালী নদী থেকে অবৈধ জাল জব্দ

বরগুনা: বরগুনার বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মো. দুলাল নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত মো. দুলাল ৭ নম্বর ঢলূয়া ইউনিয়নের বড় লতাবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (০৩ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

বাংলানিউজকে রাশেদুল হাসান জানান, গোপন সংবাদ পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মো. দুলাল নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে বরগুনা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলফাজ উদ্দিন শেখ বলেন, জব্দ করা জালগুলো শনিবার (০৪ মার্চ) সকালে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।