ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্মার্টকার্ড নিতে এসে ‘নট ফাউন্ড’ হয়রানি!

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
স্মার্টকার্ড নিতে এসে ‘নট ফাউন্ড’ হয়রানি! নট ফাউন্ড স্মার্টফাউন্ড- ছবি- রানা

ঢাকা: মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ষাটোর্ধ্ব মো. নুর মোহাম্মাদ এসেছেন স্মার্টকার্ড নিতে। চোখের মনির ছবি ও দশ আঙুলের ছাপ দেওয়া শেষ। স্লিপ নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট শেষে স্মার্টকার্ড সংগ্রহ করতে তিনতলায় গেলেন। স্মার্টকার্ড প্রিন্ট করতে দিলে কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে ‘নট ফাউন্ড’।
 
 

অর্থাৎ এ আইডির স্মার্টকার্ড এখনও তৈরি হয়নি। সবুজবাগ থানার স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের দায়িত্বরত টিম লিডার কামরুজ্জামান তার স্লিপের ওপর ‘এনএফ’ লিখে নুর মোহাম্মাদকে বলেন, দুই মাস পর থানা নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করতে।

 

এ কথা শুনে নুর মোহাম্মাদ রেগে বললেন, ‘দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে এখন বলেন কার্ড নাই। ফাজলামো পাইছেন, আমরা কি মানুষ না। ’
 
শুক্রবার (০৩ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সবুজবাগ থানার মেরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ নম্বর ওয়ার্ডের চতুর্থ ধাপের জাতীয় পরিচয়পত্র-স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। সেখানে আগতদের মধ্যে স্মার্টকার্ড সংগ্রহে ব্যাপক অাগ্রহ দেখা গেছে। ছুটির দিন হওয়া বিতরণ কেন্দ্রে ছিল উপচেপড়া ভিড়। এক ভুক্তভোগী
 
তবে এর মধ্যে স্মার্টকার্ড নিতে এসে নুর মোহাম্মাদের মতো অনেককে ফেরতও যেতে হচ্ছে। তথ্য প্রদান, চোখের মনির ছবি ও দশ আঙুলের ছাপ দেওয়া শেষে কার্ড নিতে গেলে দেখা দিচ্ছে এ বিপত্তি। দীর্ঘ লাইনে যারা স্মার্টকার্ড না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন, তাদের বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
 
আনিসুর রহমান নামে ভুক্তভোগী বাংলানিউজকে বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তথ্য দিলাম। চোখের মনির ছবি দিলাম, আঙুলের ছাপ দিলাম। আবার বিশাল লাইনে দাঁড়িয়ে স্মার্টকার্ড নিতে গেলাম। ওখানে বললো আপনার কার্ড ‘নট ফাউন্ড’ দেখাচ্ছে, পরে খোঁজ নিয়েন। যখন বললাম, কতদিন পরে, একজন বললো ৪০ দিন; আরেকজন বলেন ২ মাস পরে আসেন। মেজাজটা খারাপ হয় না। না জানি কতো ভোগান্তি আছে।
 
কথা হয় সবুজবাগ থানা নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তারের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, আমাদের সবুজবাগ থানার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৪৪ হাজার ভোটার। আজসহ তিনদিন কার্ড বিতরণ করা হয়েছে। আরো ৮ দিন বিতরণ কার্যক্রম চলবে। এখন পযর্ন্ত ৮০০ টা ‘নট ফাউন্ড’ এসেছে। প্রিন্ট দেওয়ার সময় ভুলে হয়তো এগুলো বাদ পড়তে পারে। এছাড়া অনেক কার্ডে তথ্য অসম্পূর্ণ থাকায় প্রিন্ট হয়নি। ভুক্তভোঘীদের ভিড়
 
তবে কবে নাগাদ বাদ পড়া এসব স্মার্টকার্ড বিতরণ করা হবে নিশ্চিত করে বলতে পারেন নি এ কর্মকর্তা।
 
ইসি সূত্র জানায়, যেসব ভোটারের স্মার্টকার্ড ‘নট ফাউন্ড’ লেখা উঠছে সঙ্গে সঙ্গে রিপোর্ট হচ্ছে। খুঁজে না পাওয়া কার্ডগুলোর কাজ তিন মাসের মধ্যে শুরু হবে। তবে এর বেশি সময়ও লাগতে পারে বলে জানা যায়।

২০১৬ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে স্মার্টকার্ড বিতরণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পথে আরেকধাপ এগিয়ে যাওয়ার এ কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকার রমনা ও উত্তরা এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণ শুরু করে সংস্থাটি।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় স্মার্টকার্ড বিতরণ শেষে প্রথমে বিভাগীয় শহরে, এরপর জেলায় এবং সবশেষে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে স্মার্টকার্ড দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০২,  ২০১৭
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।