শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় ওই তিন শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বিকেলে ওই বস্তির সাড়ে তিন বছরের জমজ দুই বোন ও প্রতিবেশী চার বছরের আরেক শিশু যৌন নির্যাতনের শিকার হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেছেন জমজ দুই শিশুর বাবা। মামলা নম্বর-৭। ঘটনার পর থেকে অভিযুক্ত ইকবাল পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি দাদন ফকির।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
পিএম/আরআইএস/এমজেএফ