ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
নেত্রকোনায় হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা: নেত্রকোনা শহরের তেরীবাজার থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৩ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- শহরের সাতপাই এলাকার চাঁনখাঁ মোড়ের মৃত ওয়ারেস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২২) ও ডা. মৃত আব্দুল জব্বারের ছেলে ওয়ালিদ মো. জোবায়ের (৪৫)।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তেরীবাজারে অভিযান চালানো হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এর আগেও জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এনটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।