ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
সাংবাদিক শিমুল হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

সিরাজগঞ্জ: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় মো. দুলাল হোসেন (৪৪) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) ভোরে পাবনা জেলার ফরিদপুর উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামের বাসিন্দা। তিনি শিমুল হত্যা মামলার ৮ নম্বর আসামি।

এ নিয়ে শিমুল হত্যা মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সন্ধ্যায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ফরিদপুর উপজেলা সদরে অভিযান চালিয়ে দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৪ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

২ ফেব্রুয়ারি ছাত্রলীগের একাংশের সঙ্গে পৌর মেয়র হালিমুল হক গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এরপর দিন ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ওই দিন রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ করে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
এনটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।