ভোলা: ভোলায় সড়ক দুর্ঘটনায় আল-আমিন (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) রাত ৮টা দিকে ভোলা-ভেলুমিয়া সড়কের ব্যাংকেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আলামিন ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ভেলুমিয়া থেকে ভোলাগামী একটি অটোরিকশা ব্যাংকেরহাট এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।
অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়েছিল। স্থানীয়রা চালককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এনটি/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।