শুক্রবার (৩ মার্চ) দুপুরে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া দাখিল মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুম বিল্লাহ চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া দাখিল মাদ্রাসার সুপার।
বরিশাল নগরের কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) পবিত্র কুমার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী মাসুম বিল্লাহর মেয়ের সঙ্গে দেখা করতে যায়। এ সময় বাসায় কেউ না থাকায় মাসুম বিল্লাহ ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন।
পরে ওই স্কুলছাত্রী রাতে বিষয়টি তার মাকে জানালে তার বাবা শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় থানায় একটি মামলা দায়ের করেন।
পরে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এমএস/এনটি/এমজেএফ