ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রকৃতিপ্রেমীদের জন্য ‘হুইজ গ্রিন ওয়াল ট্রি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
প্রকৃতিপ্রেমীদের জন্য ‘হুইজ গ্রিন ওয়াল ট্রি’ ইনডোর প্ল্যান্ট সম্পর্কে গ্রাহকদের বোঝানো হচ্ছে-ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজ

ঢাকা: শহুরে জীবনে হাঁপিয়ে উঠেছেন? কিছু সময়ের জন্য হারিয়ে যেতে চান সবুজের মাঝে, কিন্তু কর্মব্যস্ততার কারণে মন চাইলেও যেতে পারছেন না? প্রকৃতিপ্রেমীদের খুশি করতে হুইজ ইউ পিভিসি উইন ডোর লিমিটেড নিয়ে এসেছে গ্রিন ওয়াল ট্রি।

জানালা-দেওয়াল-বারান্দাসহ বাসা বাড়ির যে কোনো জায়গায় লাগানো যাবে গ্রিন ওয়াল ট্রি।

শুক্রবার (৩ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আয়োজিত তিন দিনব্যাপী ‘বিডি এক্সপো- ২০১৭’ এর ‘হুইজ ইউ পিভিসি উইন ডোর লিমিটেড’র ৩১৪ নম্বর স্টলে গিয়ে এ তথ্য জানা যায়।


 
হুইজ ইউ পিভিসি উইন ডোর লিমিটেডের স্টল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের এই গ্রিন ওয়াল ট্রি বা সবুজ দেওয়াল তৈরি করা হয়েছে ইনডোর প্ল্যান্ট দিয়ে। প্রতিটি গ্রিন ওয়াল ট্রি ফ্রেমে একটি করে সবুজ কার্পেট থাকে, কার্পেটের উপর ইনডোর প্ল্যান্টগুলোকে লাগানো হয়। ফ্রেমটির পেছনে পানির ট্যাঙ্ক থেকে ফ্রেমের নিচে থাকা একটি মোটর নির্দিষ্ট সময় পরপর গাছে পানি ছিটিয়ে দেয়। এ ট্যাঙ্কের পানি প্রতি মাসে এক বার করে পরিবর্তন করতে হবে। গ্রাহকের ইচ্ছা অনুযায়ী বাসা বাড়ির যে কোনো জায়গায় এই সবুজ দেওয়াল স্থাপন করে দিতে পারবে হুইজ। প্রতি বর্গফুটের জন্য ১ হাজার টাকা দিতে হবে গ্রাহককে। ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছেন এক গ্রাহককে-ছবি: জি এম মুজিবুর-বাংলানিউজ
 
বিডি এক্সপোতে হুইজ ইউ পিভিসি উইন ডোর লিমিটেডের স্টল ইনচার্জ বাংলানিউজকে বলেন, বাংলাদেশে আমরাই প্রথম এই সবুজ দেওয়াল বা গ্রিন ওয়াল ট্রি নিয়ে এসেছি। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য আমাদের এ আয়োজন। বিভিন্ন ধরনের অর্কিড ও ইনডোর প্ল্যান্ট দিয়ে গ্রিন ওয়াল ট্রি তৈরি করা হয়েছে। আমাদের একটি গ্রিন ওয়াল ট্রি যে কোনো দেওয়াল বা জানালায় লাগানোর পর প্রায় ২ বছর পর্যন্ত সতেজ থাকে। মাঝে মধ্যে লতা পাতা বেড়ে গেলে গ্রাহক নিজে অথবা আমাদের ফোন করে জানালে আমরা গিয়ে ছেঁটে দিয়ে পরিচর্যা করে দেবো।

এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আয়োজিত তিন দিনব্যাপী বিডি এক্সপোতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সর্বমোট ২১৫টি স্টল রয়েছে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এক্সপো খোলা থাকবে। এক্সপোর পর্দা নামছে শনিবার (৪ মার্চ)।  

** সাশ্রয়ী মূল্যে সোলার পাম্প এনেছে জিটিএস
        
 বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭  
এমএ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।