ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়িতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
পলাশবাড়িতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পুর্বগোপিনাথ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- পলাশবাড়ি উপজেলার গোবিনাথ গ্রামের সাত্তার মিয়ার ছেলে ঠান্ডা মিয়া (৩২) ও একই গ্রামের ফজলুল করিমের ছেলে সোহেল সরকার (৩৫)।

ডিবি পুলিশের (এসআই) প্রতাপ ঘোষ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ঠান্ডা ও সোহেল নিজ বাড়িতে মাদক কেনাবেচা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে ‍অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
এনটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।