ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
রাজধানীতে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর কদমতলীতে পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন শামসুল হক ফকির (৫০) ও তার ভাতিজা মাদরাসা ছাত্র আল আমিন হোসেন (১৯)।

শ‍ুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটন‍া ঘটে।

আল আমিনের বাবা শাহজাহান মিয়া বলেন, কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগ এলাকায় আমরা থাকি।

ডাকাত বেলালের ভাই ইমরানসহ ৪-৫ জন আমাদের বাসার সামনে দুইজনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে। এতে শামসুলের বুকে ও আল আমিনের দুই পায়ে গুলি লাগে।

তিরি আরও বলেন, বেলাল ও ইমরান চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‍তারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এজেডএস/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।