ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় আরও ২ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় আরও ২ মামলা গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় আরও ২ মামলা-ছবি:মুজিবুর রহমান

ঢাকা: রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ‍দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচটি মামলা দায়ের করা হলো। এর মধ্যে পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে।

অপর মামলাটি দায়ের করেছেন ফেরদৌসী বেগম নামে ক্ষতিগ্রস্ত এক নারী।

এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এক হাজারেরও বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।

শুক্রবার (০৩ মার্চ) রাতে দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা বাংলানিউজকে বলেন, বুধবার (০১ মার্চ) দিনগত রাতে দারুস সালাম থানায় তিনটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে আরও দু’টি মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি, পুলিশের ওপর হামলার দায়ে দু’টি, ৩০২ ধারায় একটি এবং ফেরদৌসী বেগম নামে একজন ক্ষতিগ্রস্ত নারী অপর মামলাটি করেছেন।

এ ঘটনায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

ধর্মঘটের নামে মঙ্গল (২৮ ফেব্রুয়ারি) ও বুধবার (০১ মার্চ) গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকরা তাণ্ডব চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশের একটি রেকারে আগুন ধরিয়ে দেয়।

** গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ১১০০ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।