ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইতিহাস এই দিন

সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীনের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
সাংবাদিক আবুল কালাম শামসুদ্দীনের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৪ মার্চ, ২০১৭, শনিবার। ২০ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৮৯ - মার্কিন সংবিধান কার্যকর হয়।
•    ১৮৫৭ - কলকাতা টাউন হলে ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গলের প্রথম আলোকচিত্র প্রদর্শনী হয়।
•    ১৯৫১ - নয়াদিল্লিতে প্রথম এশিয়ান গেমস শুরু।
•    ১৯৯১ - ইরাকে কুর্দি বিদ্রোহ শুরু।
    
ব্যক্তি
•    ১৮৫২ - রুশ সাহিত্যিক নিকোলাই গোগোলের মৃত্যু।
•    ১৯৬৩ - মার্কিন চিকিৎসক ও কবি উইলিয়াম কার্লোস উইলিয়ামের মৃত্যু।
•    ১৯৭৮ - সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দীনের প্রয়াণ। ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্ম নেওয়া আবুল কালাম শামসুদ্দীন বিশ শতকের বাংলা সাংবাদিকতার দিকপালদের অন্যতম নক্ষত্র ছিলেন। কুসংস্কার ও গোঁড়ামিবিরোধী এবং মানবতাবাদী এই সাংবাদিক ছিলেন পাকিস্তানের শাসকদের স্বৈরাচারী চরিত্র ও দুর্নীতির আকুণ্ঠ প্রতিবাদী। সাংবাদিকতার পাশাপাশি তিনি দু’একটি গল্প-উপন্যাস লিখলেও ছিলেন মূলত প্রাবন্ধিক এবং সূক্ষ্মদর্শী ও নির্ভীক সাহিত্য সমালোচক। তার সুদীর্ঘ সাহিত্যিক ও সাংবাদিক জীবনে তিনি মাতৃভাষা বাংলায় আত্মনিবেদিত ছিলেন ।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।