ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপ মার্চের শেষে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপ মার্চের শেষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অলক শর্মার বৈঠক

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলতি মার্চ মাসের শেষের দিকে প্রথমবারের মত কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং যুক্তরাজ্যের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক সফররত মন্ত্রী অলক শর্মা শ‍ুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁ‍ছান।
 
রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
অলক শর্মা আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের জন্য এ কৌশলগত সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সম্পর্ক আরও সুদৃঢ় ও প্রসারিত করবে।

দুই দেশের দুই মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান আন্তরিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।   তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের উপর গুরুত্ব দেন।  

মাহমুদ আলী পায়রা বন্দর ও ঢাকার মধ্যে রেল সংযোগ নির্মাণে যুক্তরাজ্যের "ডিপি রেল" সম্পৃক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি যুক্তরাজ্যের কাছ থেকে অবকাঠামো, জ্বালানি, আইসিটি, স্বাস্থ্যসেবার মত খাতে আরো বিনিয়োগের জন্য ব্রিটিশ বাণিজ্য প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়ে উৎসাহ দেন।

দুই মন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়া প্রসঙ্গ ছাড়াও কমনওয়েলথ বন্ধন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন।

অলক শর্মা তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন। তিনি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭/আপডেট১১৫৩
কেজেড/আরএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।