শুক্রবার (০৩ মার্চ) দিবাগত রাত ৯টায় পুলিশ ও বিকেলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, নলডাঙ্গা উপজেলার হলদুঘর গ্রামের খোকা (৬০) ও নলডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেন (৩০) এবং সিংড়া উপজেলার মাঝগ্রামের হাফিজুল ইসলাম ফারুক (৩২) ও সোহেল রানা (২৮)।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, খোকা ও আনোয়ার দুইজনই চোলাই মদ ব্যবসায়ী। রাত ৯টার দিকে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ের মির্জাপুর লোহারপাড়া এলাকা থেকে তারা চোলাই মদ কিনে বাড়ি ফিরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পথে হরিদাখলসী গ্রামের কামালের মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
অপরদিকে র্যাব-৫, নাটোর ক্যাম্পের সহকারী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিংড়া উপজেলার মাঝগ্রাম থেকে গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত হাফিজুল ইসলাম ফারুক ও সোহেল রানাকে আটক করা হয়।
এসময় হাফিজুল ইসলাম ফারুকের কাছে ৫০০ গ্রাম এবং সোহেল রানার কাছে ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তারা দুইজনই বিক্রির উদ্দেশে গাঁজা মজুদ রেখেছিলো। সন্ধ্যায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৭
আরএ