তিনি বলেন, জলাবদ্ধতা ছিল এক সময় পৌরবাসীর এক নম্বর সমস্যা। এক সময় ১০ মিনিটের বৃষ্টিপাতে দুই থেকে তিনদিন নগরবাসীকে পানির নিচে থাকতে হতো।
দেশের কোন সিটি কর্পোরেশনের বাইরে প্রথমবারের মতো জলাবদ্ধতা দূরীকরণের জন্য আন্ডার গ্রাউন্ড ড্রেন নির্মাণ করা হয়েছে। আগে ময়মনসিংহে ফুটপাত ছিল না। আমার নেতৃত্বে পৌর পরিষদ ফুটপাত নির্মাণ করেছে।
শতাব্দীর প্রাচীন বিপিন পার্ক ছিল পরিত্যক্ত। সেই বিপিন পার্ককে আধুনিকায়ন করা হয়েছে। শিল্পাচার্য জয়নুল উদ্যানকে নয়নাভিরাম হিসেবে গড়ে তোলা হয়েছে।
মেয়র আরো বলেন, ময়মনসিংহ পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের সময় থেকেই সাধ্যমত কাজ করার চেষ্টা করেছি। ৩০ হাজার মা-বোনকে প্রশিক্ষণ ও অনুদানের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করেছি।
স্বাধীনতা পরবর্তী সময় থেকে যারা পৌরসভার দায়িত্বে ছিলেন তারা যদি কাজ করতেন তাহলে ময়মনসিংহ পৌরবাসীকে বঞ্চনার শেকলবন্দি থাকতে হতো না।
ময়মনসিংহ বিভাগের মধ্য দিয়ে ময়মনসিংহবাসী নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছে মন্তব্য করে মেয়র টিটু আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রীর মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করারও আহবান জানান।
শুক্রবার (০৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার আকুয়া মোড়লপাড়া এলাকায় ৫ ও ৬ নং ওয়ার্ডের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, যুগ্ম আহবায়ক রাসেল আব্দুল্লাহ, ৫ ও ৬ নং ওয়ার্ড আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি আবু রায়হান সোহেল ও আবু মোহাম্মদ মূসা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের আঞ্চলিক কমিটির সভাপতি খায়রুল আলম, জেলা রাজ ওস্তাগার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
বাংলাদেশ সময় ০৩০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএএএম/আরএ