ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩ ভাইয়ের মারধরে গাড়িচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
রাজধানীতে ৩ ভাইয়ের মারধরে গাড়িচালক নিহত

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে কিছমত আলী (৪২) নামে এক গাড়িচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) দিন রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

খিলক্ষেত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপরেশন) মো. আদিল হোসেন এর সত্যতা নিশ্চত করেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাত ১০টার দিকে খিলক্ষেত পূর্ব কুড়াতলী এলাকায় আপন তিন ভাই সাজু, রাজু ও তপু কিছমতকে বেদম মারধর করে পালিয়ে যান। এতে গুরুতর আহত হয় কিছমত।

পরে স্থানীয়রা আহত অবস্থা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।