ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি আজাদ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
সিলেট হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি আজাদ আর নেই আবুল কালাম আজাদ

সিলেট: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদ (৫০) আর নেই।

শুক্রবার (৩মার্চ) বিকেল পৌনে ৪টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, তার প্রথম জানাজার নামাজ শনিবার (৩মার্চ) বাদ যোহর নগরীর চামেলীবাগ (ইসলামপুর) জামে মসজিদ প্রাঙ্গণে এবং ২য় জানাজা বাদ আসর নয়াসড়ক জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।