শুক্রবার (৩মার্চ) বিকেল পৌনে ৪টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, তার প্রথম জানাজার নামাজ শনিবার (৩মার্চ) বাদ যোহর নগরীর চামেলীবাগ (ইসলামপুর) জামে মসজিদ প্রাঙ্গণে এবং ২য় জানাজা বাদ আসর নয়াসড়ক জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনইউ/আরএ