ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
নেত্রকোনায় চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

নেত্রকোনা: নেত্রকোনায় কাজল মিয়া (২৮) নামে এক চালককে অচেতন করে অটোরিকশা এবং মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। কাজল সদর উপজেলার মদনপুর ইউনিয়নের প্রয়াত হাসেম উদ্দিনের ছেলে।

শুক্রবার (০৩ মার্চ) দিনগত রাত পৌনে ১২টায় সদর হাসপাতাল থেকে নেত্রকোনা মডেল থানার (এসআই) উপ-পরিদর্শক লিটন ঘোষ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে যান কাজল।

দুপুরে আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিকেল পর্যন্ত কাজলের জ্ঞান না ফেরায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

স্থানীয় একটি দোকান থেকে জানুয়ারি মাসে ১ লাখ ৭০ হাজার টাকার কিস্তিতে অটোরিকশাটি নিয়েছিল কাজল।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসানুল বারী বাংলানিউজে বলেন, কাজলের শারীরিক অবস্থা ভালো না। পরীক্ষা নিরিক্ষা ছাড়া কিছু বলা যাবে না। সেজন্য তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরো জানান, কাজলের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।