শুক্রবার (০৩ মার্চ) দিনগত রাত পৌনে ১২টায় সদর হাসপাতাল থেকে নেত্রকোনা মডেল থানার (এসআই) উপ-পরিদর্শক লিটন ঘোষ বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে যান কাজল।
স্থানীয় একটি দোকান থেকে জানুয়ারি মাসে ১ লাখ ৭০ হাজার টাকার কিস্তিতে অটোরিকশাটি নিয়েছিল কাজল।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসানুল বারী বাংলানিউজে বলেন, কাজলের শারীরিক অবস্থা ভালো না। পরীক্ষা নিরিক্ষা ছাড়া কিছু বলা যাবে না। সেজন্য তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরো জানান, কাজলের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৩৯ ঘণ্টা, ০৪ মার্চ, ২০১৭
আরএ