ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কালাইয়ে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
কালাইয়ে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

জয়পুরহাট: নিখোঁজ হওয়ার একদিন পর জয়পুরহাটের কালাই পৗর শহরের মুন্সিপাড়ার একটি খড়ের গাদা থেকে তাওহীদ তামিম শুভ (৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৪ মার্চ) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। শুভ কালাই উপজেলার মুন্সীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে একং কাকলী শিশু নিকেতন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, শুক্রবার (০৩ মার্চ) সকাল থেকে কোথাও পাওয়া যাচ্ছিল না শুভকে। পরে পরিবারের সদস্যরা প্রতিবেশীসহ বিভিন্ন আত্মীয়দের বাড়িতে তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে শনিবার ভোরে বাড়ির পাশের একটি খড়ের গাদায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
 
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।