শনিবার (০৪ মার্চ) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, সম্ভবত ঢাকাগামী বাস বা ট্রাকের ছাদে করে ওই যুবক কোথাও যাচ্ছিলেন। রাতে তিনি হয়তো ছাদের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের ঘোরে ওই যুবক ছাদের ওপর থেকে মহাসড়কে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর অসাবধনতাবশত একাধিক যানবাহন ওই যুবকের মরদেহের ওপর দিয়ে গেছে। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। তাকে চেনার কোনো উপায় নেই বলেও জানান সোহেল রানা।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমবিএইচ/এএটি/এমজেএফ