ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নিউইয়র্কে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
নিউইয়র্কে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা নিউইয়র্কে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউইয়র্কে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জন প্রবাসী বাংলাদেশি নারী রয়েছেন।

বৃহস্পতিবার (০২ মার্চ) সোসাইটি ফর ফরেন কনসালস (সিওএফসি) আয়োজিত ম্যানহাটানস্থ চেক প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেলের বোহেমিয়ান ন্যাশনাল হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ১৮ দেশের বিশিষ্ট নারীদের সম্মাননার সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. শামীম আহসান, এনডিসি এবং তার সহধর্মীনি মিসেস পেন্ডোরা চৌধুরীসহ অন্যান্য কর্মচারীরা।

১৯২৫ সালে প্রতিষ্ঠিত সোসাইটি ফর ফরেন কনসালস (সিওএফসি) নিউইয়র্কভিত্তিক কনস্যুলেট, কনস্যুলেট জেনারেল এবং অনারারি কনস্যুলেটগুলোর সমন্বয়ে গঠিত বিশ্বের বৃহত্তম কনস্যুলার কোর।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।