ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে নিহত ২, আহত দেড়শো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
কোম্পানীগঞ্জে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে নিহত ২, আহত দেড়শো

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতদের হাতে এক গৃহকর্তা খুন ও ডাকাত আটকের জের ধরে পুলিশ গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশের ১৫ সদস্যসহ অন্তত দেড়শতাধিক ব্যক্তি আহত হন।

শনিবার (৪মার্চ) সকাল পৌনে ৯টায় উপজেলার পূর্ব ইসলামপুর মোস্তফানগর গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতের হাতে নিহত জিলু মিয়া (৫৫) পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফানগর গ্রামের বাসিন্দা এবং পুলিশের গুলিতে নিহত নিহত মফিজ মিয়া (৫০) দক্ষিণ রাজনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া বাংলানিউজকে জানান, শনিবার ভোর ৪টার দিকে মোস্তফানগর গ্রামের জিলু মিয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতের হাতে খুন হন গৃহকর্তা জিলু মিয়া। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে সোনাই মিয়া নামে এক ডাকাতকে আটক করেন।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সকাল ৮টায় ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ সময় জনতার কবল থেকে ডাকাতকে উদ্ধার করে আনতে গেলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়।

এমন বিক্ষুব্ধ গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এতে মফিজ মিয়া নামে স্থানীয় দক্ষিণ রাজনগরের এক বাসিন্দা নিহত হন।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া ও ইউপি সদস্য মাসুক আলমসহ গ্রামের প্রায় দেড় শতাধিক লোকজন আহত হন।

পক্ষান্তরে সংষর্ষে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রুহুল আমিন, এসআই তরিকুল ইসলাম ও রকিবুল ইসলামসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে, নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) রুহুল আমিন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনায় এসআই তরিকুল ইসলাম ও রকিবুল ইসলামসহ পুলিশের ১৫ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ সদস্যের মধ্যে আহত এসআই  তরিকুল ইসলামের অবস্থা গুরুতর। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেটে আনা হচ্ছে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা জাহান নাসরিন বাংলানিউজকে বলেন, পুলিশের গুলিতে গ্রামের প্রায় দুই শতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের চিকিৎসার্থে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭/আপডেট: ১২১৬ ঘণ্টা
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।