শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাহেন্দ্র চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)।
কানাইপুর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ওহিদুল বাংলানিউজকে জানান, ফরিদপুর থেকে কামারখালীগামী লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিকবাহী মাহেন্দ্রের সঙ্গে সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরকেবি/এসএইচ