ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাহেন্দ্র চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন।

আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা মাহেন্দ্রর যাত্রী ছিলেন।

নিহতরা হলেন, ফরিদপুরের সালথা উপজেলার হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)।  

কানাইপুর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ওহিদুল বাংলানিউজকে জানান, ফরিদপুর থেকে কামারখালীগামী লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিকবাহী মাহেন্দ্রের সঙ্গে সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।