ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দূতাবাসগুলোর দখলে ফুটপাত! (ফটো স্টোরি)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
দূতাবাসগুলোর দখলে ফুটপাত! (ফটো স্টোরি) ঢাকায় মার্কিন দূতাবাসের দখলে ফুটপাত/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফুটপাত দিয়ে হাঁটার সুব্যবস্থার কথা বললেই ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়ার উদারহণ দেন অনেকে। ওদের ফুটপাত কত্তো বড়! হাঁটতে কোনও সমস্যা হয় না! ইত্যাদি ইত্যাদি।

আর সে কারণে ওদের দেশে মানুষ সহজেই ফুটপাত ব্যবহার করে। এসব দেশের মতো আমাদের দেশেও এমন ফুটপাত থাকা উচিত, এমন পরামর্শও দিতে ছাড়েন না কেউ কেউ।

আর তখন অবধারিতভাবেই আসে ফুটপাত দখলের কথা। একথা স্বীকার করতেই হবে, আমাদের দেশে ফুটপাত দখল হয়ে জনগণের ভোগান্তিরও শেষ নেই।  

কিন্তু পরিহাসের আর পরিতাপের বিষয় হচ্ছে, বাংলাদেশে এসে এই দখলবাজি করছে ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়াই। তারাও রীতিমতো ফুটপাত দখলে নিয়ে গড়ে তুলেছে তাদের দূতাবাস-সংশ্লিষ্ট স্থাপনা।  

রাজধানীর গুলশানের অভিজাত এলাকায় এসব দূতাবাসের ফুটপাত দখলের চিত্র উঠে এসেছে বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুরের ক্যামেরায়।  ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনেএই ছবিটি মাদানি এভিনিউতে আমেরিকান দূতাবাসের। এই দূতাবাসের সামনে পুরো ফুটপাতের অংশটুকু রাস্তার পরেই শক্ত কংক্রিটের বক্স বসিয়ে বেড়া দিয়ে শিকল বেঁধে দখল করে নিয়েছে এই দূতাবাস। সেখানেই প্রতিদিন থাকে দূতাবাসে আসা দর্শনার্থীদের দীর্ঘ লাইন। রাস্তায় স্বাভাবিক হাঁটাচলা এতে ভীষণভাবে ব্যাহত হয়। সাধারণ পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে হাঁটেন ব্যস্ত সড়কে।
অস্ট্রেলীয় হাই কমিশনের সামনে এটি অস্ট্রেলিয়ান হাইকমিশন। এখানে লোহার ছোট ছোট শক্ত পিলার গায়ে গায়ে পূঁতে বলে দেওয়া হয়েছে ফুটপাতের এই অংশ আমাদের। আর দখল নিশ্চিত করতে ফুটপাতের ওপরই বসানো হয়েছে নিরাপত্তা বুথ। ক্যানাডিয়ান হাই কমিশনের সামনেকানাডীয় হাইকমিশনের দেয়াল ঘেঁষে কতকটা ফুটপাত থাকলেও এক পর্যায়ে আর সে সুযোগ রাখা হয়নি। ফলে পথচারীদের নেমে পড়তে হয় ব্যস্ত সড়কে।  
ইতালীয় দূতাবাসের পেছনের অংশইতালিয়ান দূতাবাসের সামনের দিকে ফুটপাত খোলা থাকলেও পেছনের অংশ পুরোটা দখলে নিয়ে দূতাবাস ভবন-সংশ্লিষ্ট স্থাপনা বসানো হয়েছে।
পাকিস্তানি হা্ই কমিশন পাকিস্তানি দূতাবাসের আর দোষ কী! পুরো দেশটাই দখল করতে চেয়েছিল একসময়। এখন দূতাবাস বসিয়ে ফুটপাত দখল করেছে। এ আর এমন কি!
রুশ দূতাবাসের পেছনে ফুটপাত বলে কিছুই নেইরুশ দূতাবাসের সামনের ভাগটা খোলা খাকলেও পেছনের ভাগে ফুটপাত বলে কিছুই নেই।
নেদারল্যান্ডস দূতাবাসরাজধানীর গুলশানে নেদারল্যান্ডস দূতাবাস ভবনও ফুটপাত দখল করে নিয়েছে পুরোপুরিভাবে।  

বাংলাদেশ সময় ১২৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭/আপডেট ১৪৪৮ ঘণ্টা
এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।