ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মোহনপুরে কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
মোহনপুরে কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার পোল্লাকুড়ি গ্রামে কীটনাশক পানে নাজমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (০৪ মার্চ) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নাজনিন পোল্লাকুড়ি গ্রামের আবদুল হান্নানের স্ত্রী। তিনি একই উপজেলার নওনগর গ্রামের মুন্তাজ আলীর মেয়ে। ছয় বছর আগে আবদুল হান্নানের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

রাজশাহীর মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে গতকাল শুক্রবার (০৩ মার্চ) বিকেলে নাজমিন আক্তার কীটনাশক পান করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর মরদেহটি তার শ্বশুর বাড়িতেই রাখা ছিল।

খবর পেয়ে সকালে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান পুলিশের এ উপ-পরিদর্শক।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।