ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মুসা সরদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ৮টর দিকে জেলা সদরের দাদশী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুসা জেলা সদরের বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন চম্পা বেগম বাংলানিউজকে জানান, সকালে দাদশী বাজার এলাকায় রেল লাইন পার হচ্ছিলেন মুসা। এসময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার বাংলানিউজকে জানান, এ ঘটনায় রাজবাড়ী রেলস্টেশন মাস্টার আব্দুল গফুর বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।