ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিবাহ নিরোধ আইন বাতিলের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
বাল্যবিবাহ নিরোধ আইন বাতিলের দাবি ওলামা লীগের মানববন্ধন/ছবি: রানা

ঢাকা: বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ বাতিল করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। শনিবার (০৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বক্তারা।

তারা বলেন, ‘জনসংখ্যা সমস্যা নয় বরং সম্পদ’ প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাস্তবায়নে বিবাহের ক্ষেত্রে বয়সের সময় সীমা তুলে নেওয়া, বিবাহ বহির্ভূত অবৈধ কুমারীমাতা উৎপাদনের চক্রান্তকারী সমস্ত এনজিওদের অপতৎপরতাও রুখতে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ বাতিল করতে হবে।
 
সংগঠনের বাকি দাবিগুলো হচ্ছে- রাষ্ট্রধর্ম নিয়ে হাইকোর্টের রায় উচ্চ আদালতেও বহাল রাখতে হবে।

সরকার বিরোধী, গয়েশ্বর মার্কা উগ্র মৌলবাদী হিন্দুদের চক্রান্তে রাষ্ট্রধর্ম বাতিল করে বিএনপি-জামায়াত জোট ও হেফাজতের হাতে সরকার বিরোধী ইস্যু তুলে দেওয়া যাবে না। রাষ্ট্রধর্ম বাতিলের সিদ্ধান্ত ৯৮ ভাগ মুসলমান কখনো মেনে নিবে না।
 
ইসলামে সন্ত্রাসবাদ হারাম। আর কানাডার আদালতে সন্ত্রাসী হিসেবে প্রমাণিত বিএনপিকে অবিলম্বে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি কানাডার আদালতে প্রমাণিত পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারী, গরীবের রক্তচোষা সুদখোর ড. ইউনূসের নাগরিকত্ব বাতিল করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগে কেন্দ্রীয় কমিটির সভাপতি আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।