শনিবার (০৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হরেণ নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ গ্রামের হিল বর্মনের ছেলে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বাংলানিউজকে জানান, শুক্রবার (০৩ মার্চ) বিকেল উপজেলার রামগঞ্জ থেকে মোটরসাইকেলে বিয়ের পাত্রী দেখার জন্য রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুর যান হরেণ। পাত্রী দেখে বাড়ি ফেরার পথে মুশা কাশেম বাজার এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাঁশঝাড়ে ঢুকে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হরেণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরবি/