শনিবার (০৪ মার্চ) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কচুবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. নুরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বাস কচুবাড়ী এলাকায় এলে বাসটির সামনে চাকা ফেটে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর পাঁচজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরবি/