ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফুটফুটে শিশুটি বাঁচবে কীভাবে?

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
ফুটফুটে শিশুটি বাঁচবে কীভাবে? ফ্রেমবন্দি হাস্যোজ্জ্বল আনিশা। ফুটফুটে শিশুটি কি অকালে ঝরে যাবে?

খুলনা: নিষ্পাপ আনিশা জানে না তার জীবনের নিশ্বাসটুকু অন্যের দান করা এ পজেটিভ রক্ত প্রাপ্তির ওপর নির্ভরশীল। আর জানে না বলেই মিটি মিটি হাসছে ও। এ হাসি হয়তো কালের পরিক্রমায় ম্লান হয়ে যেতে পারে ২০ লাখ টাকা ও রক্তের অভাবে। 

২ বছর ৭ মাস বয়সের ফুটফুটে আনিশা দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। জন্মের মাত্র আট মাস বয়সে তার এ রোগ ধরা পড়ে।

বোনমেরু ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা পরিবর্তন করাই থ্যালাসামিয়া রোগের স্হায় চিকিৎসা। বর্তমানে এই চিকিৎসার খরচ প্রায় ২০-২২ লাখ টাকা। খরচের টাকাটা অনেকের কাছে অতি তুচ্ছ হলেও আনিশার পরিবারের কাছে একেবারেই অসম্ভব। চোখের সামনে একমাত্র সন্তানের তিলে তিলে শেষ হয়ে যাওয়া সহ্য করা আনিশার মা-বাবার কাছে অসহ্য বেদনার।  

আনিশার বাবা আওছাফুর রহমান সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অস্থায়ী অফিস সহায়ক (অধ্যক্ষের কার্যালয়)। তিনি বাংলানিউজকে বলেন, মাত্র আট মাস বয়সে আনিশার দূরারোগ্য থ্যালাসেমিয়া ধরা পড়ে। ঢাকায় গ্রিন ভিউ হাসপাতালের অধ্যাপক ডা. এ বি এম ইউনুস ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আনিশার থ্যালাসেমিয়া রোগ নিশ্চিত করেছে। তার পর থেকে খুলনা সদর হাসপাতালের ডা. শারাফাত হোসাইনের তত্ত্বাবধানে দুই বছর ধরে প্রতি মাসে রক্ত দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, অস্থিমজ্জা পরিবর্তন করতে ২০-২২ লাখ টাকার প্রয়োজন।    

তিনি আরও বলেন, একমাত্র সন্তান চোখের সামনে মরণব্যাধি শরীরের মধ্যে রেখে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, বাবা হয়ে এই দৃশ্য দেখা অত্যন্ত কষ্টকর। যে সময় সন্তানের হাসিমুখে আলোকিত থাকার কথা তার ঘর, ঠিক সে সময় সন্তানকে ঘাতক ব্যাধির গ্রাস থেকে ফেরানোর জন্য করুণ আর্তি নিয়ে মানুষের দ্বারে-দ্বারে, বারে-বারে ঘুরে বেড়াতে হচ্ছে। আনিশার চিকিৎসায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছি।  

সমাজের বিত্তবানরা এগিয়ে এলে হয়তো নিষ্পাপ মেয়েটি বেঁচে যেতে পারবে বলে আশায় বুক বাঁধেন আওছাফুর রহমান।

থ্যালাসেমিয়া আক্রান্ত আনিশার পাশে দাঁড়াতে যোগাযোগ করতে পারেন-
আওছাফুর রহমান
মোবাইল: ০১৯১৭ ৪২৬২৯০
বিকাশ নং: ০১৭১২ ৯৮৯১২৬
ব্যাংক হিসাব 
আওছাফুর রহমান
হিসাব নং: ০২০০০০২১৭০৫৮৮
অগ্রণী ব্যাংক লিমিটেড, শামসুর রহমান রোড শাখা, খুলনা

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।