ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ২৬ কেজি গাজাঁসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
কুমিল্লায় ২৬ কেজি গাজাঁসহ যুবক আটক কুমিল্লায় ২৬ কেজি গাজাঁসহ যুবক আটক-ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলায় থেকে ২৬ কেজি গাজাঁসহ ইব্রাহিম মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৪ মার্চ) সকাল ৯টার দিকে সদরের জগ্নাথপুর ইউনিয়নের রাজমঙ্গলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম মিয়া কুমিল্লা সদরের জগ্নাথপুর ইউনিয়নের আবুল হাসনাতের ছেলে।

এ খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন চকবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন আহমেদ।

তিনি জানান, আটক হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।