ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
বগুড়ায় বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ১০

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার থানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাহবার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী মালবাহী কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আতহদের মধ্যে বাস চালকসহ বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান আটক রয়েছে বলেও জানান এসআই হুমায়ন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।