শনিবার (৪ মার্চ) সকালে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুমানি শিবগঞ্জ উপজেলার দাদনচক (বনকুল) গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন বাংলানিউজকে জানান, শুক্রবার (৩ মার্চ) রাত ১টায় উপজেলার আমজোয়ান গ্রামের ময়জুদ্দিনের ছেলে মতিউর রহমান পরিবার নিয়ে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় গুমানি প্রাচীর টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়েন। টের পেয়ে মতিউর ও তার পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে গুমানিকে আটক করে মারপিট করে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুমানি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গুমানি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনটি/টিআই