‘মাগো তোমার চরণ তলে’ নামে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে এই কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস যার আয়োজন করে।
শনিবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার সাড়ে ৮শ’ প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষার্থী একযোগে এ কর্মসূচিতে যোগ দেয়। আগে থেকেই ঘোষণা দেওয়া থাকায় শিক্ষার্থীদের সমাগম ঘটে প্রচুর।
বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের মা-বাবার পায়ের কাছে বসে পা ধুইয়ে পরিষ্কার করে দেয় এবং পা মুছে দেয়। কর্মসূচিটি জেলার সর্বত্র ব্যাপক সাড়া ফেলেছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জেলা শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলাব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া।
আয়োজকদের মতে অনেক সময় মৌখিক উপদেশে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। ফলে মা-বাবা, শিক্ষক ও গুরুজনের প্রতি সম্মান প্রদর্শনের এটি ব্যবহারিক কার্যক্রম। এতে প্রতিটি কোমলমতি ছাত্র-ছাত্রীর মনে মা-বাবা, শিক্ষক, গুরুজনদের প্রতি শ্রদ্ধা-ভক্তি ও সম্মান প্রদর্শনের মানসিকতা গড়ে উঠবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরবি/আইএ