প্রতীকী ছবি
ঢাকা: রাজধানীর মালিবাগ ডিআইটি রোডে একটি গার্মেন্টসে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়ে ফিরে গেছে রমনা থানা পুলিশ।
শনিবার (০৪ মার্চ) দুপুরে ড্রাগন গার্মেন্টসের মালিক মোস্তফা গোলাম কুদ্দুসকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শ্রম আদালতে করা এক মামলায় ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে ধরতে ড্রাগন গার্মেন্টসে কয়েক জন পুলিশ সদস্য যান।
সেখানে গেলে গার্মেন্টস শ্রমিকরা পুলিশের কাজে বাধা দেয়। গার্মেন্টসের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এতে দু’জন কনস্টেবল আহত অভিযান থমকে যায়।
ওই আসামি ধরতে সেখানে ফের অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
পিএম/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।