ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ানীবাজারে দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত‍াধিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
বিয়ানীবাজারে দু’গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত‍াধিক

সিলেট: তুচ্ছ ঘটনার জের ধরে সিলেটের বিয়ানীবাজারে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার গজুকাটা গ্রামে স্থানীয় দুবাগ ইউনিয়নের সাবেক সদস্য আফতাব উদ্দিন ও জসিম উদ্দিনের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার গজুকাটা গ্রামে গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে স্থানীয় দুবাগ ইউনিয়নের সাবেক সদস্য আফতাব উদ্দিন ও জসিম উদ্দিনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী এ খবর বাংলানিউজকে নিশ্চিত করেন। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনইউ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।