ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল/ ছবি: বাংলানিউজ

রাজশাহী: বগুড়ার চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

শনিবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মবিরতি শুরু করেন।

রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র আবু রায়হান সাংবাদিকদের বলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারসহ তাদের কর্মস্থলে বহাল রাখার দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

দুপুরে রামেক হাসপাতালের সামনে ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ করেন। পরে তারা মানববন্ধন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ কর্মসূচিতে দুপুর ১২টা থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, তাদের দাবি মানতে হবে। না হলে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের এই সাময়িক কর্মবিরতি ৭২ ঘণ্টার পর অনির্দিষ্টকালের ধর্মঘটে রূপ নেবে।

এর আগে,গত ১৯ ফেব্রুয়ারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সিরাজগঞ্জ থেকে আসা রোগী আলাউদ্দিনের ছেলে ও ২ মেয়ে তুচ্ছ ঘটনা নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হাতে প্রহৃত হন। পরে রোগীর স্বজনের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। এসব ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে উচ্চ পর্যায়ে এ কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। এ ঘটনায় চার ইন্টার্ন চিকিৎসককে ছয় মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসএস/আরআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।