মাগুরা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে শিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষিত জাতি ছাড়া কোন দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
শনিবার (৪ মার্চ) মাগুরা প্রাইমারি টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষার মূলভিত্তি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারে ব্যাপক সহায়তা করছেন। এ সহায়তা কাজে লাগিয়ে শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতিটি স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। কারণ শিক্ষার মান উন্নত না হলে দেশের উন্নয় ও অগ্রগতি ব্যাহত হবে।
পিটিআই’র সুপারিনটেন্ট বাদল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দিন আহমেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনটি/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।