শনিবার (০৪ মার্চ) দুপুরে খুলনা শহীদ হাদিস পার্কে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা থাকবে ও উন্নয়ন হবে।
বর্তমান সরকাকে শ্রম বান্ধব সরকার উলে¬খ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শ্রেণী-পেশার মানুষের জন্যই দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। সকল শ্রেণী-পেশার মানুষের মজুরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সরকারের আমলে শ্রমিকের মজুরি সর্বনিম্ন পাঁচ হাজার ৩০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের ভাতা দ্বিগুণ করে বর্তমানে ৩০০০/৩৪০০ টাকা করা হয়েছে। গ্রাম পুলিশদের সপ্তাহে এক দিন থানায় হাজিরা দেওয়ার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা তিনশ টাকা ভাতার আদেশ ইতোমধ্যে জারি হয়েছে।
তাদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এগুলো প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। মন্ত্রী আধুনিক গ্রাম পুলিশ হিসেবে গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাবেক এসপি বীরবিক্রম মাহবুব উদ্দিন, খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শাহ জাহান কবির জহির, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমান্ডার মোস্তফা কামাল। সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিপুল সংখ্যক গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।
পরে মন্ত্রী বিআইডব্লিটিএ ও বিআইডব্লিটিসি’র জায়গা পরিদর্শন, সাড়ে তিনটায় খুলনা সার্কিট হাউসে মংলা বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা কমিটির ১৩তম সভায় যোগদান, সন্ধ্যায় খুলনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কর্মীসভায় যোগদান এবং রাত ৮টায় ডুমুরিয়া উপজেলার বান্দা গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এমআরএম/বিএস