এরমধ্যে দু’টি মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইখোলা গ্রামের নওশের প্রামানিকের ছেলে মাহবুব প্রামানিক (৩৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চয়রা গ্রামের শহিদুল সরকারের ছেলে হাফিজুর রহমান সরকার (৩০)।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নলকুড়ি ইউনিয়নের মেঘনার চর ও কুচাইপট্টি ইউনিয়নের মেঘনা নদী থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
এনটি/এসএইচ