নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার জাওলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঈস উদ্দিন (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। রঈস প্রয়াত ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রঈস গ্যারেজ থেকে অটোরিকশা আনতে যান। এসময় অটোরিকশাটি চার্জের থেকে খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল কদ্দুছ বাংলানিউজকে জানান, রঈসকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।