ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় ইউপি সদস্য নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় ওহিদুল ইসলাম নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামরে শফি উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি চিৎলা ইউনিয়ন পরিষদের সদস্য।

স্থানীয়রা জানায়, বিকেলে ওহিদুল চুয়াডাঙ্গা শহর থেকে রুইতনপুর গ্রামে যাচ্ছিলেন। তিনি চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বঙ্গজপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৬০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।