ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচরে ৩ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
হাইমচরে ৩ জেলের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে তিন জেলেকে এক বছর ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসানাত মো. মঈনউদ্দিন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- ইমরান বেপারী (২৩), সজিব দেওয়ান (২০) ও ফিরোজ দেওয়ান (৩৫)।

এদের বাড়ি বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলার ফাতারহাট বাগিত খাঁ গ্রামে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা দুপুরে
অভিযান চালিয়ে হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদীতে জাটকা নিধন অবস্থায় তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার বর্গমিটার করেন্ট জাল জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে এক বছর ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। বিকেলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।