ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গণপূর্তের প্রধান প্রকৌশলীর অপসারণ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
গণপূর্তের প্রধান প্রকৌশলীর অপসারণ দাবি রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের অপসারণ দাবি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ। 

শনিবার (৪ মার্চ) রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এ অপসারণ দাবি করা হয়।  

সমাবেশে অভিযোগ করা হয়, গত ১ মার্চ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হকের ওপর পণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর অফিসে হামলা চালায় সন্ত্রাসীরা।

সেখানে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তার ওপর শারীরিক নির্যাতন করা হয়। এমনকি আব্দুল হকের পা ভেঙেও দেয় সন্ত্রাসীরা। ওই দিনই শাহবাগ থানায় অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ।  

সমাবেশে বক্তারা বলেন, একজন প্রকৌশলীর ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা না নেওয়া রহস্যজনক। যদি আজকের মধ্যে পুলিশ মামলা না নেয়, তাহলে প্রাধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হবে। প্রয়োজনে রাজপথে আন্দোলনে নামতে হবে।

প্রধান প্রকৌশলীর ইন্ধনে এই হামলা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তাদের কেউ কেউ। তারা বলেন, হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে রফিকুল ইসলামকে অপসারণ করতে হবে।

সমাবেশে রফিকুল ইসলামকে যুদ্ধাপরাধী গোলাম আযমের ভাগ্নে বলেও আখ্যা দেওয়া হয়।

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুর রহমান, পিডব্লিউডি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি ফনীন্দ্র নাথ মল্লিক, শিক্ষা অধিদপ্তরের বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতা সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক আকন্দ, প্রকৌশলী নেতা কানাই লাল বিশ্বাস, আরিফুর রহমান, আরমান ভূইয়া, জিয়াউল হাসান, দীপক কুমার ভৌমিক, ওয়াজকরনী বিশ্বাস রহিজ, নির্মল চন্দ্র সেন, সুলতান মাহমুদ, কামরুজ্জামান নয়ন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা,  মার্চ ০৪, ২০১৭
এসএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।