ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা অকার্যকর গণতন্ত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা অকার্যকর গণতন্ত্র গোলটেবিল বৈঠকে অতিথিরা। ছবি: কাশেম হারুন

ঢাকা: বাংলাদেশ পরিকল্পনা অধিদপ্তরের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম বলেছেন, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো অকার্যকর গণতন্ত্র। অকার্যকর গণতন্ত্রের কারণে ইরাক, সিরিয়া ও মিশরের সব অগ্রগতির ধারা ব্যাহত হয়েছে।

শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দৈনিক ‘কালের কণ্ঠ’ কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কৌশলের প্রেক্ষিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’ বিষয়ক এই গোলটেবিলের আয়োজন করে পিপিপি অথরিটি বাংলাদেশ (প্রধানমন্ত্রীর কার্যালয়) ও বিজ্ঞাপনী সংস্থা ওয়াটারমার্ক এমসিএল।

গোলটেবিলের প্রধান বক্তা ড. শামসুল আলম বলেন, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো অকার্যকর গণতন্ত্র। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কার্যকর গণতন্ত্র, সংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা একান্ত প্রয়োজন। তবেই রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকলেও মুক্তবাজার অর্থনীতির কারণে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের কথা উল্লেখ করে তিনি বলেন,  ব্যাংকের বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে রিজার্ভ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে ৩২ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। এই ধারা আরও বেগবান হবে।
 
শামসুল আলম বলেন, পর্যাপ্ত রিজার্ভ থাকার কারণে আমরা প্রকল্প বাড়াতে পারি। এছাড়া বিদেশি বিনিয়োগও বাড়বে। সরকার পরিবর্তনে প্রকল্প বন্ধ হলেও বেসরকারি উদ্যোগে নেওয়া প্রকল্প বন্ধ হবে না।
 
পরিকল্পনা অধিদপ্তরের এ সদস্য বলেন, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিনিয়োগের যে স্বল্পতা রয়েছে তা পূরণের লক্ষ্যে ২০১৫ সালে সরকার পিপিপিকে মৌলিক উন্নয়নের মাধ্যম হিসেবে বিবেচনা শুরু করে। এটি সরকারের ‘ভিশন ২০২১’ পূরণের মাধ্যম হিসেবে কাজ করছে। সরকারের জারি করা ‘পিপিপি অ্যাক্ট’ প্রয়োজনীয় উন্নয়নখাতে বেসরকারি বিনিয়োগ এবং সরকারি উদ্যোগ ত্বরান্বিত করতে বিশেষ অবদান রেখেছে।
 
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন অ্যাপেক্স ফুটওয়্যার’র ব্যবস্থাপনা পরিচালক সাইয়িদ নাসিম মঞ্জুর। উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন প্রমুখ।

বৈঠকটি যৌথভাবে স্পন্সর করে সিটি ব্যাংক ক্যাপিটাল, গ্রিন ডেলটা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭ 
আরএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।