আহত বিজিবি সদস্যরা হলেন- সাইদুর (৪৩), ইমরান (৩৪), জাকির হোসেন (৪২), আনোয়ার হোসেন (২৩), আবু সাঈদ (৪৯), ফারদীন ইসলাম (২২) এবং আ. রশিদ (৩০)।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজিবি’র একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, আহত সাত বিজিবি সদস্যকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য কুমিল্লা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
এনটি