ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ট্রাক উল্টে বিজিবি’র ৭ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
দাউদকান্দিতে ট্রাক উল্টে বিজিবি’র ৭ সদস্য আহত দাউদকান্দিতে ট্রাক উল্টে বিজিবির ৭ সদস্য আহত

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) একটি ট্রাক উল্টে সাত সদস্য আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) দুপুরে দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্যরা হলেন- সাইদুর (৪৩), ইমরান (৩৪), জাকির হোসেন (৪২), আনোয়ার হোসেন (২৩), আবু সাঈদ (৪৯), ফারদীন ইসলাম (২২) এবং আ. রশিদ (৩০)।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজিবি’র একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে বিজিবি’র সাত সদস্য আহত হন।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, আহত সাত বিজিবি সদস্যকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য কুমিল্লা সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।