ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
রাঙামাটিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

রাঙামাটি: পার্বত্য কোটা চালুসহ আট দফা দাবিতে রাঙামাটিতে সোমবার (০৬ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

শনিবার (০৪ মার্চ) বিকেলে সংগঠনের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি মেডিকেল কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু ও বিতর্কিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন-২০১৬ অবিলম্বে বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নিয়মিত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে এ হরতালের ডাক দেওয়া হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামান বাপ্পীকে হল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।