ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার তালায় প্রকল্প কর্মীদের মধ্যে চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
সাতক্ষীরার তালায় প্রকল্প কর্মীদের মধ্যে চেক বিতরণ চেক বিতরণ-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত কর্মীদের মধ্যে সঞ্চয়ের প্রায় ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলা চেয়ারম্যানের সভাকক্ষে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ এই চেক বিতরণ করেন।

উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসীমের সভাপতিত্বে ও তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ারের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ৬নং তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত ১৬ জন কর্মীর প্রত্যেককে এক লাখ ২৫ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।