ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ছাত্রলীগ-ব্যবসায়ী সংঘর্ষে আহত ২০

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
রংপুরে ছাত্রলীগ-ব্যবসায়ী সংঘর্ষে আহত ২০

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (০৪ মার্চ) সন্ধ্যা ৭টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।

বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  

বিশ্ববিদ্যালয় শ‍াখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশির বাংলানিউজকে বলেন, এটা ছাত্রলীগের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ছাত্রলীগকে হেয় করার জন্য এটা রটানো হয়েছে। যারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা ছাত্রলীগ নয়।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।